রাজধানী ঢাকায় অবস্থানরত জামালপুর জেলাবাসীদের সংগঠন ‘জামালপুর সমিতি, ঢাকা’র আইন সচিব নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ সোহেল রানা আকন্দ।
শনিবার (১৪ মে) মিরপুরে বৃহত্তর ময়মসিংহ সমিতির ভবনে জামালপুর সমিতির নির্বাহী পরিষদ (২০২২-২০২৩) -এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত নির্বাহী পরিষদে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাছান মাহমুদ রাজাকে সভাপতি এবং গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ শফিকুল ইসলাম পিএসসিকে মহাসচিব করা হয়। এসময় সমিতির গঠনতন্ত্র মোতাবেক এডভোকেট মোহাম্মদ সোহেল রানা আকন্দকে আইন সচিব পদে নির্বাচিত করা হয়।
ঢাকা জজকোর্টের আইনজীবী এডভোকেট সোহেল বর্তমানে বাংলাদেশের বৃহৎ আইটি কোম্পানি স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের আইন ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার স্থায়ী নিবাস জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ পৌরসভাস্থ আকন্দ বাড়ীতে। পিতা মরহুম উজির আলী আকন্দ ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট সোহেল জানান, নিজ জেলার প্রতি বরাবরের মতোই একটা আলাদা টান কাজ করে। তাই জামালপুর সমিতির ডাকে সবসময় ছুটে যাই। সমিতির গঠনতন্ত্র মোতাবেক আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথাযথভাবে পালন করবো। এর আগেও আইন সচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আমাকে পুনরায় ‘আইন সচিব’ পদে নির্বাচিত করায় জামালপুর সমিতির সকল ভোটার, লাইফমেম্বর, উপদেষ্টা মন্ডলির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার জন্মভূমি বকশীগঞ্জ বাসীর প্রতি যারা আমাকে সবসময়ই সার্বিকভাবে সহযোগিতা করে বর্তমান অবস্থায় নিয়ে এসেছেন। হে মহান আল্লাহ আপনি আমাকে সর্বাবস্থায় ন্যায়পরায়ন থাকার তৌফিক দান করুন।