জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণসম্মতি চেয়ে লিফলেট বিতরণ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার প্রস্তাবসমূহ বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে উল্লেখিত প্রশ্নে নাগরিকদের কাছে “হ্যাঁ/না” ভোট প্রদানের মাধ্যমে মতামত জানাতে আহ্বান জানানো হয়। এতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ ও ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে ঐকমত্য হওয়া মোট ৩০টি বিষয়ের বাস্তবায়ন এবং অন্যান্য সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সাংবাদিক ডা. জিএম মাকছুদুর রহমান ও সাংবাদিক শাহ আল আমিন আমানতের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি বলেন, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংস্কারসমূহ বাস্তবায়নে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ। সংবিধান সংস্কার বিষয়ে নাগরিকদের সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।























