Saturday , 18 May 2024
শিরোনাম

ঝিনাইদহ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৩০

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গোপালপুর এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও দালালসহ আটক ৩০ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার শ্যামকুড় গ্রামের মো. ইনামুল গাজী (৩৪), মোছা. শাহানাজ পারভীন (২৫), আসিফ গাজী (৮), আছিয়া খাতুন (২), মোছা. স্বপ্না খাতুন (২৬), সিরিনা খাতুন (২৪), প্রশান্তি মন্ডল (৫০), আদোরী খানম (১৫), মাছা. আছিয়া আক্তার (৩৫), সাতক্ষীরা জেলার আকিজুল ইসলাম (১৯), নড়াইল জেলার যড়গাতী গ্রামের মো. সবুজ শেখ-(৩৩), নাজিমা সুলতানা (২৩), আন নাজমুস সাকিব (৫), সোয়াইব ইসলাম (০২), কৃষ্ণপুর গ্রামের মো. হালিম মোল্যা (২৬), আজমীরা খাতুন (২৩), আছিয়া খাতুন (০২), সাগরিকা (২১), সিনহা (০১), ঢাকা জেলার ওয়ারী সুইপার কলোনীর, ভিগঙ্গা (৩৩), বাংগারী শান্তি (২৬), ভিসিদ্ধু (০৬), বাংগারী তুলসী (১০), বাগেরহাট জেলার গুলিশাখালী গ্রামের, রীনা বেগম (৩৪), লামিয়া আক্তার (০২), শাহিদা বেগম (২৫), ফারজানা আক্তার (০৯), মো. রুস্তম শেখ (২৮), মো. ওহিদুল আকন (৩৭), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাথরা গ্রামের দালাল মো. তৌফিক (২৫)।

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক আরও জানান, আটক বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করার পর সোপর্দ করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x