চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টাকার বিনিময়ে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে তিনটা মোবাইল ও নগদ টাকা।
শনিবার দুপুরে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে মোঃ হাসিব(২০), নয়রশিয়া গ্রামের মো:হাবিবুর রহমানের ছেলে মোঃ হামিদুর রহমান শান্ত (২০)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে রবিবার বিকেলে জানান, আটককৃত ব্যক্তিরা মোবাইলে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে সেখানে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া নমুনা পত্র আফলোড করেন এবং ১০০% কমন আসবে বলে প্রতারণার ফাদ পেতেছিলো। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে শিক্ষার্থী ও অভিভাবকরা মেসেঞ্জারে যোগাযোগ শুরু করলে টাকার বিনিময়ে এসএসসি বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র দেয়া হবে বলে প্রলোভন দেখায়। এবং সেই ফাঁদে পা দিয়ে যাহারা টাকা পাঠায় পরবর্তীতে তাদের ওই ফেসবুক আইডি থেকে ব্লক করে দেয়া হয়।
এমন অভিযোগ পাওয়ার পরেই তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতারণার নগদ ২৭ হাজার টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।