রিপোর্ট :
প্রমিত পাল
সিটি রিপোর্টার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার
নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণ হচ্ছে ২০১ গম্বুজ মসজিদ, পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। মিনারটির উচ্চতা ৪৫১ ফুট।
২০১৩ সালে দক্ষিণ পাথালিয়া গ্রামেরই সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের উদ্যোগে পরিকল্পনা করা হয় ১৫ বিঘা জমির উপর বিশাল মসজিদ নির্মানের।সেই
পরিকল্পনায় মসজিদটি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে।
মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন।
শুরুতে মসজিদটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।
মসজিদটি ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে এবং মসজিদটির গম্বুজ সংখ্যা ২০১টি হওয়ায় পরিচিতি পেয়েছে ২০১ গম্বুজ মসজিদ নামে। এছাড়াও মিনারের উচ্চতার দিক দিয়ে এর অবস্থান দ্বিতীয়।
দোতলা এই মসজিদটির দৈর্ঘ্য এবং প্রস্থ ১৪৪ ফুট। একসাথে প্রায় ১৫ হাজার মুসলিম নামাজ আদায় করতে পারবে।২০১টি গম্বুজের মধ্যে ২০০টি গম্বুজ ১৭ফুট এবং কেন্দ্রবিন্দুতে থাকা গম্বুজটি প্রায় ৮১ফুট উচ্চতা বিশিষ্ট। মসজিদের চার কোণায় রয়েছে ১০১ ফুট উচু চারটি মিনার এবং ঠিক পাশেই নির্মিত হচ্ছে মূল মিনারটি যার উচ্চতা ৪৫১ ফুট।
দৃষ্টিনন্দন এবং পৃথিবী খ্যাত এই মসজিদটি দেখতে দেশ বিদেশ থেকে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। বর্তমান সময়ে মানুষের দর্শনের অন্যতম নাম হয়ে উঠেছে এই ২০১ গম্বুজ মসজিদ