প্রমিত পাল, সিটি প্রতিনিধি।। ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এ অবস্থায় বন্যা দুর্গত জনগণের পাশে দাঁড়াতে তাদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন “আমরা অগ্রদূত ফাউন্ডেশন ” ও সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মিলিয়ে বিভিন্ন এলাকায় তিনদিন ধরে গণত্রাণ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। শনিবার রাত পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী নগদ
৩ লাখ ৮ হাজার ৪ শত ৪ টাকা সংগ্রহ করেছে।
জানা যায়, টাঙ্গাইলের গোপালপুরে বাজারসহ স্থানীয় বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীরা গিয়ে গিয়ে গণত্রাণ সংগ্রহ করেছে। এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদে ত্রাণ সংগ্রহ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
ত্রাণসংগ্রহকারী একজন শিক্ষার্থী বলেন, গোপালপুরের আশেপাশের বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সংগ্রহ করছি। বিভিন্ন বয়সী স্থানীয় জনগণও বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে তাদের সামর্থ্যমত সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।
ত্রাণসংগ্রহে বিভিন্ন এলাকায় কাজ করছেন সূতি ভি,এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও “আমরা অগ্রদূত ফাউন্ডেশনের” সদস্যরা ।
তারা বলেন, ‘এই মুহূর্তে আমরা
ত্রাণ সংগ্রহ করছি। সংগ্রহ শেষে বন্যাকবলিতদের নিকট ত্রাণ পৌঁছে দিব আমরা। এখন সবাইকে আহ্বান করছি, বন্যায় উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।’