রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রস ট্রেনে আগুনের ঘটনায় গাজী মনসুর নামে এক বিএনপি নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মনসুরকে গ্রেফতারের পর ডিবির কাছে আগুন দেওয়ার পরিকল্পনা এবং কিভাবে তারা আগুন দিয়েছে তার সবকিছু অকপটে স্বীকার করেছেন।
আগুন দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে তারা কয়েক দফা মিটিং করেছিলেন। সর্বশেষ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মহানগর বিএনপি নেতাদের নিয়ে তাদের একটি ভার্চুয়াল মিটিং হয়। যা তিনি গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে ধারণ করা একটি ভিডিওতে স্বীকার করেছেন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমকে সেই ভিডিও সরবরাহ করা হয়েছে। সরবরাহকৃত সেই ভিডিওতে গাজী মনসুর ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় নানান কিছু স্বীকার করেছেন।
সেই ভিডিওতে তিনি বলেছেন, আমরা ঢাকার বিভিন্ন টিম লিডার মিলে একটা ভার্চুয়াল মিটিং করি। সর্বশেষ যে মিটিংটা হইছে, সেইটা সন্ধ্যা ছয়টায়। ওই সময় আমি আমার অফিসে ছিলাম। মতিঝিলে ভাইয়ের অফিসে। সেই মিটিংয়ে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কসহ অনেকে ছিল। যখন গ্রুপে কল আসছে একে একে সবাই রিসিভ করছে আমিও রিসিভ করছি। সন্ধ্যা ৬ টা ২ মিনিটে হোয়াটসঅ্যাপে কল আসে। এসময় তিনি তার মোবাইল ফোনটির স্ক্রিন দেখাচ্ছিলেন ভিডিওতে।
এরপর তিনি বলতে থাকেন, সেই মিটিংয়ে দুইটি সিদ্ধান্ত হয়। একটি থানাভিত্তিক আরেকটি ট্রেনে আগুন দেওয়ার ব্যাপারে। এ সময় পাশে থাকা একজন ডিবির কর্মকর্তা তাকে বলছিলেন তুমি কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছ নাতো? তখন গাজী মনসুর বলে ওঠেন, না-আমি মিথ্যা কথা বলছি না। আমার একটা ছোট্ট ছেলে আছে। আমি কাউরে ফাঁসায় দিতেও চাইনা, মিথ্যা কথাও বলতেছি না।
এরপর তিনি আবার বলতে থাকেন, মিটিংয়ে আলোচনা হয় থানাভিত্তিক যে অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো হবে সেগুলো জ্বালিয়ে দেওয়া। ভীতি সৃষ্টি করা যাতে ভোটাররা না আসে। আরেকটা সিদ্ধান্ত হয়েছে ট্রেনের ব্যাপারে। এই কাজটা কে করতে পারবে টিম লিডারদের মধ্যে এটা জিজ্ঞাসা করছে সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এই মিটিং এ সভাপতিত্ব করে মহানগরের আহ্বায়ক খন্দকার এনামুক হক।
তিনি জানান, এ সময় সদস্য সচিব এনামুল ট্রেনে আগুন দেওয়ার জন্য কথা বললে উপস্থিত সকলে চুপ ছিলো। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয়। কথা ছিল নেত্রকোনা থেকে আসা কোনো ট্রেন অথবা নারায়ণগঞ্জ থেকে আসা-যাওয়া ট্রেনে তারা আগুন দেবে। মিটিং শেষে এনামুল তাকে বিষয়টি বুঝিয়ে দেবেন বলেও জানিয়েছিলেন।
সেই ভিডিওর শেষে গাজী মনসুর বলেন, আমি মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা বলব না কারণ মাদ্রাসায় পড়ালেখা করেছি।