জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছয় শতাব্দীর অধিক সময়ের গৌরবময় উসমানি সাম্রাজ্য নিয়ে পাঠকপ্রিয় লেখক ও ইতিহাসবিদ ড. রাগিব সারজানি রচিত ‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
ঢাকার গেণ্ডারিয়ায় অবস্থিত হলিডে পার্ক থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০:০০ থেকে আয়োজিত কয়েক ঘণ্টাব্যাপী এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। ‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থটি প্রকাশ করেছে দেশের অন্যতম প্রকাশনী মাকতাবাতুল হাসান। মোড়ক উন্মোচন অনুষ্ঠান-ব্যবস্থাপনায় ছিল মাকতাবাতুল হাসান পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদানীনগর মাদরাসার স্বনামধন্য সাহিত্যিক মুফতি ফারুকুজ্জামান, সফল অনুবাদক মাওলানা আবু মুসআব ওসমান ও বিশিষ্ট হাদিস গবেষক মাওলানা সিরাজুস সালেকীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন ব্যক্তিত্ব ও সফল আলোচক মাওলানা রেজাউল করীম আবরার ও বিশিষ্ট লেখক মাওলানা আবদুল্লাহ আল-মাসউদসহ অন্যান্য লেখক, সম্পাদক ও প্রুফরিডার।
অনুষ্ঠানে মুফতি ফারুকুজ্জামান ও মাওলানা আবু মুসআব ওসমান উসমানি সালতানাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
মাওলানা আবদুল্লাহ আল-মাসউদ ড. রাগিব সারজানির বিশ্লেষণধর্মী ইতিহাস রচনার প্রশংসা করেন।
মাকতাবাতুল হাসানের সম্পাদক আতাউস সামাদ উসমানি সালতানাতের অবদান ও উসমানিদের ইতিহাস বিষয়ে ‘উসমানি সালতানাতের ইতিহাস’- গ্রন্থের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করেন।
মাওলানা সিরাজুস সালেকিন দাওয়াতি কার্যক্রমে গ্রন্থের অবদান তুলে ধরেন।
এ ছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট লেখক মাওলানা আইনুল হক কাসেমি, মাওলানা রেজাউল করীম ও আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর মুফতি রাশেদ আবদুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, ‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থটি ড. রাগিব সারজানি রচিত ‘কিসসাতুদ দাওলাতিল উসমানিয়া’-এর অনুবাদ। তিনি ১৭৫৫টি উৎসগ্রন্থ সামনে রেখে গ্রন্থটি রচনা করেছেন। এর মধ্যে ১২২৩টি ইংরেজি ও ৪৪৯টি আরবি গ্রন্থ। এ ছাড়াও রয়েছে প্রাচীন ও আধুনিক তুর্কি, ফরাসি, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, স্পেনীয়, আলবেনীয়, বসনীয়, রোমানীয়, সার্বীয়, ক্রোয়েশীয়, হাঙ্গেরীয়, পোলিশ ও ফারসি ভাষায় রচিত ৮৩টি গ্রন্থ।
একনজরে গ্রন্থটি-
নাম : উসমানি সালতানাতের ইতিহাস
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : আবু মুসআব ওসমান, নাজিবুল্লাহ সিদ্দিকি, হুমায়ূন কবির
পৃষ্ঠাসংখ্যা : ১৮৯৬
মুদ্রিত মূল্য : ৩৯০০/-
প্রকাশনী : মাকতাবাতুল হাসান