শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুল ছিলেন সমাজের দর্পণ, মহান মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হওয়ার পিছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, তার অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় যমুনা গ্রুপে মাধ্যমে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, তিনি সমাজের দর্পণ হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সফল স্বপ্ন সারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল।
শুক্রবার (১৫ জুলাই) বিকাল সাড়ে পাঁচ টায় ডামুড্যা প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষক আশিকুজ্জামান, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ খান,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন,ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান বাচ্চু, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ মিরাজ সিকদার,ডামুড্যা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান সিহাব,সাবেক ছাত্রনেতা মাসুদ ভূঁইয়া, খান রোকনুজ্জামান রোকন,জনি মিয়াজি,প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী মজুমদার, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কালাম সরদার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মাহবুব আলম সিকদার, সদস্য সদস্য সাংবাদিক ইয়ামিন কাদের নিলয়, সাংবাদিক আতিকুর রহমান রূদয়।
সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন ডামুড্যা মধ্যে বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আমির হোসেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।