শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের চর নারায়নপুর খালের ২.৫ কিলোমিটার পুনঃ খনন কাজের উদ্বোধণ করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।
পুকুরকাটাসহ নানা কারণে সৃষ্ট জলাবদ্ধতা দুরীকরণে বিএডিসির সেচ বিভাগের অর্থায়ণে খালকাটা কর্মসুচি চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি)
উদ্বোধনী অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, উপসহকারী প্রকৌশলী হাবিবুল্লাহ, পূর্বডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,পূর্ব ডামুড্যা ইইনিয়ন পরিষদে সদস্য উজ্জল সরদার,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম,সহ সুবিধাভোগী শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
বিএডিসি সুত্রে জানা গেছে, আব্দুল কাদের বেপারীর স্কুল থেকে চর ভয়রা পর্যন্ত ২.৫ কিলোমিটার খাল কাটা হবে। এ জন্য ব্যায় হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা। খাল খনন ও পুনঃ খননের ফলে জলাবদ্ধতা দুর হবে কৃষকরা জানিয়েছেন।
স্থানীয় কৃষকরা জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় বোরো মৌসুমে জমিতে পানি সরবরাহ করা যাচ্ছিল না। আমন ফসল হয়না, এখন বোরো মৌসুমে খাল খনন করায় মানুষ উপকৃত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান বলেন, দীর্ঘদিন পর খালটি কাটার ফলে কৃষি কাজে বেশি উপকার হবে। খালটি খনন কাজ শেষে চলতি বোরো মৌসুমে কৃষকরা উপকৃত হবেন। মানুষের মাঝে আনন্দ ফিরে এসেছে।