পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৫টি ব্যাংক ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের তথ্য জানাল। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
ব্যাংকগুলো হচ্ছে- ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।
এনসিসি ব্যাংক: দেশের ১০টি ব্যাংক মিলে যে ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রস্তাব করেছে, সেখানকার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সরবরাহ করবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স বা এনসিসি ব্যাংক।
পূবালী ব্যাংক: পূবালী ব্যাংক জানিয়েছে প্রতিষ্ঠানটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেবে ১৩ কোটি ৯০ লাখ টাকা। তারা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের ১১ দশমিক ১১ শতাংশের মালিক হতে চায়।
ইস্টার্ন ব্যাংক: ইস্টার্ন ব্যাংক জানিয়েছে তারা ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করতে চায় সাড়ে ১২ কোটি টাকা। তারাও ১০ ব্যাংকের সঙ্গে অংশীদার হতে চায়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: মিউচুয়াল ট্রাস্ট জানিয়েছে, তারাও ১০ ব্যাংকের সঙ্গে অংশীদার হতে চায়, তবে কত বিনিয়োগ করবে সেটা জানায়নি।
মার্কেন্টাইল ব্যাংক: মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে তারা ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করতে চায় সাড়ে ১২ কোটি টাকা। তারাও ১০ ব্যাংকের সঙ্গে অংশীদার হতে চায়। তারা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের ১০ শতাংশের মালিক হতে চায়।
ব্যাংকগুলো জানিয়েছে তাদের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি অনুমোদন দেয় তাহলে তারা এই বিনিয়োগ করবে।