খুলনা ব্যুরো:
ডুমুরিয়ার মাগুরখালী কাত্যায়নী পূজার মহানবমীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে পূজা উদযাপন কমিটির আয়োজনে ডুমুরিয়ার ঘেংরাইল নদীতে বিভিন্ন অঞ্চল থেকে ৫টি নৌকা দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এরা হলেন পুটিমারী নৌকা দল, গৌরীঘোনা, সোনাদানা,চরগ্রাম ও তালা নৌকা দল। এতে পাইকগাছার সোনাদানা নৌকা দল বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকৃতি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা যামিনী রঞ্জন সানা, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, সঞ্জয় সানা, গোপাল হালদার, বিশ্বজিত মন্ডল,স্বরস্বতি মন্ডল, চিত্তরঞ্জন সানা, দিপংকর রায়,উদয় মল্লিক, ইউনুস সরদার, অনিমেষ মন্ডল, সুব্রত গোলদার প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় নদীর দু’ধারে হাজার হাজার নারী-পুরুষ দর্শানার্থীদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত।