করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা ক্লাব লকডাউন ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, ক্লাবে বেশ কয়েকজন স্টাফ ও সদস্য আক্রান্ত হওয়ার কারণে ক্লাব কর্তৃপক্ষ সাতদিন লকডাউন ঘোষণা করেছেন।
পরিস্থিতি বিবেচনা করে সাতদিন পর নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বন্ধকালীন আগের মতই ক্লাব সদস্যরা পূর্ব থেকে অর্ডার করে খাবার নিতে পারবেন।
এদিকে ঢাকার অন্যান্য সামাজিক ক্লাবেও করোনা বেড়ে যাওয়ার কারণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোন অতিথিকে অনুমতি দেওয়া হচ্ছে না ক্লাবে প্রবেশের। সদস্যদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। তবে অন্যান্য ক্লাব আপাতত বন্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।