তারেক রহমানের জন্মদিনে কোরআন উপহার দিলেন ছাত্রদল নেতা রাজ হিমেল
তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিলেন এই ছাত্রদল নেতা।
রাজ হিমেল ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) সকালে ঝিনাইদহের
খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে পবিত্র কোরআন শরিফ তুলে দেন।
এ সময় রাজ হিমেল বলেন, আমি চেয়েছি আমাদের নেতার জন্মদিনে এমন কিছু করবো যাতে আল্লাহ খুশি হন আর তাকে সুস্থতার সাথে রাখেন। তারেক রহমান আমাদের নেতা আমরা আশা করি তিনি আগামীতে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশ পরিচালনা করবেন। তিনি আরও বলেন
দল থেকে যেহেতু নোটিশ দেওয়া হয়েছে কেক কাটা সহ সব ধরণের উদযাপন বন্ধ রাখার। তাই আমার এই উদ্যোগ।
উল্লেখ্য তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান । ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।
























