তুরস্ক সফরে গেলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দেশটির সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে এ সফরে যান তিনি।
রবিবার (২৪ এপ্রিল) এ তথ্য জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।
এর আগে শনিবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখানে তার ২৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে।
এদিকে এই সময়ের মধ্যে প্রধান বিচারপতি পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালন করতে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।বদরুল আলম ভূঞা জানান, তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানালের আমন্ত্রণে ২৫ এপ্রিল আঙ্কারায় তাদের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেবেন প্রধান বিচারপতি।