আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
“দেশ প্রেমের শপথ নিন
দুর্নীতিকে বিদায় দেন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গুজিয়াম আমিরবাড়ী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়।
সততা স্টোরে’র বৈশিষ্ট্য হলো এসব স্টোরে সব ধরনের শিক্ষা উপকরণ থাকবে, এগুলোর মূল্য তালিকা থাকবে,ক্যাশ বাক্স থাকবে,তবে দোকানে থাকবে না দোকানি কিংবা সিসি ক্যামেরা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় টাকা ক্যাশ বাক্সে রেখে যাবেন।
ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই সততা স্টোর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত।
বুধবার (১৬ মার্চ) সকালে সততা স্টোর চালু করা হয়।এ উপলক্ষে গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা.আবুল হোসেন।
তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান মহমুদা খানম রুমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান,গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।