Saturday , 18 May 2024
শিরোনাম

ত্রিশালে ২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঈদ উপহার জমিসহ ঘর পেল ২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

২৬ এপ্রিল মঙ্গলবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হল রুমে যুক্ত হয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে এই ২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ,ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ ও সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মন্ডল,ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ,ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল,বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ,সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ প্রমুখ।

Check Also

তিন দশকের মধ্যে গড় আয়ু বাড়বে পাঁচ বছর

নতুন এক গবেষণায় বলা হয়েছে, তিন দশকের মধ্যে মানুষের গড় আয়ু বাড়বে। তবে পাশাপাশি মোটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x