রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২১’ (মার্চ ২১ – এপ্রিল ০১) তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ০১ এপ্রিল সন্ধ্যা ৭টায় বিভাগের নাট্যমন্ডল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন থিয়েটার হচ্ছে সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী মাধ্যম কারণ সংস্কৃতির সকল মাধ্যমের সম্মিলিত প্রয়াস থিয়েটার। তিনি বলেন থিয়েটার সব সময়ই গণমানুষের কথা বলেছে। থিয়েটার কিভাবে শোষকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই বিষয়ে তিনি তার যুক্তিসহ বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। প্রফেসর ড. মোঃ শাহ্ আজম দর্শক ও শ্রোতাদের চাহিদার সাথে সঙ্গতি রেখে থিয়েটার চর্চার দিকে গুরুত্ব আরোপ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে শিল্প চর্চা করেছেন এবং যে শিল্প সৃষ্টি করেছেন সেই ধারা অব্যাহত রাখার জন্য তরুণদের প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আহ্বান জানান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘বিসর্জন’ মঞ্চস্থের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব জনাব রহমত আলী, ইসরাফিল শাহিনসহ প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জনাব আশিকুর রহমান লিয়ন।