মোস্তাকিম বিল্লাহ( প্রতিনিধি) আশাশুনি সাতক্ষীরা:
দাখিল/ সমমান পরিক্ষার ফলাফল প্রকাশ ফলাফল পেয়ে উচ্ছ্বসিত সাতক্ষীরার প্রতাপনগরের শিক্ষার্থীরা।
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সোমবার (২৮ নভেম্বর)।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮০ জন শিক্ষার্থী এবারের দাখিল/ সমমান পরিক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে GPA 5.00 পেয়েছে ১০২ জন শিক্ষার্থী।
কুড়িকাহুনিয়া আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা দাখিল মাদরাসা। মোট পরিক্ষার্থী – ২৩জন- A+১৯ ও A গ্রেড ৪ জন। প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদরাসার মোট পরিক্ষার্থী ৩২জন।
A+ ২০জন, A(গ্রেড) ১২জন।প্রতাপনগর আবু বক্কর সিদ্দিক (রাঃ) ফাজিল মাদরাসা- মোট পরিক্ষার্থী ৪৮জন। A+ ১৪ জন,A(গ্রেড) ৩২ জন ও A (মাইনাস) 2 জন। ইউনাইটেড একাডেমি প্রতাপনগর হাইস্কুল -মোট পরিক্ষার্থী ৮৩। A+ ৩৪, A (গ্রেড) ৪০ জন,A (মাইনাস) ৭ জন ও B( গ্রেড) ২জন। চাকলা দারুসসুন্নাহ দাখিল মাদরাসা
মোট পরিক্ষার্থী ২৮জন।
A+ ১জন, A (গ্রেড) ১৯ জন, A(মাইনাস) ৬ জন ও B(গ্রেড) ২জন। কল্যানপুর এম এইচ মাধ্যমিক বিদ্যালয়। মোট পরিক্ষার্থী ৬৬ জন। A+ ১৪, A(গ্রেড) ৩২ জন,
A(মাইনাস) ১৪ জন, B(গ্রেড) ৪ ও C(গ্রেড) ২জন।
প্রতাপনগর এ বি এস ফাজিল মাদরাসার শিক্ষার্থী তাহিয়াত তাসনিম বাংলা৫২নিউজকে বলেন, শিক্ষকরা পড়ালেখার বিষয়ে অনেক বেশি আন্তরিক। পড়ালেখা সংক্রান্ত সব বিষয়ে শিক্ষকরা অনেক বেশি যত্নবান। যার কারণে আজ আমরা সফল। অভিভাবক আব্দুল হাই বাংলা৫২নিউজকে বলেন, আমার ছেলে জিপিএ ৫ পেয়েছে। আমাদের কষ্ট সফল হয়েছে। আমরা চাই, ছেলেরএ সাফল্য দীর্ঘস্থায়ী হোক।
ভালো ফলাফলে উচ্ছ্বসিত এলাকার সকলঅভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।