কাজী মোঃ আশিকুর রহমান
বিশেষ প্রতিনিধি
২০০৭ থেকে ২০১৩ সালের দাবী বিহীন দলিল ধংস করে ফেলার ঘোষণা দিয়েছে সাভার সাব-রেজিষ্ট্রার অফিস। গত ২০ সেপ্টেম্বর সাভার সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার মোঃ সিফাতুল্লাহ্ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, মাননীয় মহা-পরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ, ঢাকা মহোদয়ের ২৮/১২/২০২২ খ্রিঃ তারিখের ১০,০৫,০০০০,০০৪,৯৯,০৩৯.২২-৫৬১(৬১) স্মারকাদেশ এবং জেলা রেজিস্ট্রার, ঢাকার ০৩/০১/২০২৩ খ্রিঃ তারিখের ২১(২০) স্মারক মোতাবেক ২০০৭ সনের ৩৫৫০১ নং দলিল হতে ২০১৩ সনের ১৯৩৮০ নং দলিল পর্যন্ত সকল দাবী বিহীন দলিল সমূহ (রেজিস্ট্রিকৃত ও অগ্রাহ্যকৃত উভয় প্রকার দলিল) রেজিস্ট্রেশন আইনের ১৯০৮ সনের ১৬ নং আইনের ৮৫ ধারা মতে আগামী ০১/১১/২০২৩ খ্রিঃ তারিখে ধ্বংস করা হবে। উল্লেখিত সময়ের মধ্যে দাবীদার বিহীন দলিল সমূহ উপর্যুক্ত ৫২ ধারা মূল রশিদের মাধ্যমে পক্ষগণকে দ্রুত ফেরত নিতে অনুরোধ করা হয়েছে।