দীঘিনালায় টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
খাগড়াছড়ির দীঘিনালায়ও শুরু হয়েছে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি।আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে টিকা গ্রহণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডা. তনয় তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামান এবং দীঘিনালার স্থানীয় সাংবাদিকবৃন্দ।উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে।
স্থানীয় অভিভাবকরা সরকারের এই জনস্বাস্থ্য উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই টিকাদান কর্মসূচি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।