আইপিএলের মেগা নিলামে প্রথম ডাকে দল পেলেন না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। দুই কোটি রুপি ভিত্তিমূল্যে তাকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো দল।
সৌদি আরবের জেদ্দায় চলমান নিলাম অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম মোস্তাফিজের নাম ডাকা হয়। তবে এবার কোনো দল তার জন্য বিড করেনি।
গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন মোস্তাফিজ। দলটির হয়ে ৯ মৌসুমে ১৪ উইকেট শিকার করেছিলেন। এর মধ্যে ২৯ রানে ৪ উইকেট ছিল দলটির হয়ে তার সেরা বোলিং পরিসংখ্যান।
তবে সে পারফরম্যান্স খুব একটা রোচেনি চেন্নাইয়ের। তাই এবার নিলামের আগে রিটেনশন লিস্টে মোস্তাফিজকে রাখেনি তারা। এবার নিলামেও তার দিকে ফিরে তাকায়নি দলটি।
আইপিএলে মোস্তাফিজের রেকর্ড অবশ্য মন্দ নয়। ২০১৬ সালে আইপিএল অভিষেকেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা ছুঁয়ে দেখেছিলেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের জার্সিতেও দেখা গেছে তাকে।