ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্গত এলাকায় সোমবার (২৭ মে) সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, সোমবার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে। তবে, কর্মচারী যারা আছেন, তাদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। যাতে আশ্রয়ের জন্য কোনও লোক আসলে তারা যেন সহযোগিতা পায়। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস আগামীকাল বন্ধ থাকবে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। জোয়ার থাকলে জলোচ্ছ্বাস ও বাতাস বেশি হতে পারে। আমরা এখনও আতঙ্কের মধ্যে আছি। এখনও আতঙ্ক কাটেনি।
প্রতিমন্ত্রী বলেন, ৯ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে, যা উপকূলের মানুষের জন্য যথেষ্ট। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে।
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান মহিববুর রহমান।