স্টাফ রিপোর্টার।। সোমবার সকালে দেবিদ্বার পৌর মহিলা জামায়াতের সেক্রেটারি সুমাইয়া জান্নাত লাইলীর সভাপতিত্বে পৌর মিলনায়তনে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পৌর মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি সালমা আক্তার ও মাকসুদা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি ফেরদৌসী আক্তার, মহিলা জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম, পৌর মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি পেয়ারা বেগম প্রিয়া, খাদিজা আক্তার ডলি প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি, জামায়াত -শিবির সহ বিরোধী দলকে অন্যায় ভাবে জুলুম ও নির্যাতন,আদর্শ সমাজ বিনির্মানে যুগে যুগে মহিলাদের ভুমিকার কথা তুলে ধরে আগামীদিনে সমৃদ্ধ দেবিদ্বার গড়ার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভুমিকা পালনের আহবান জানানো হয়।