দেবিদ্বার (কুমিল্লা)।। কুমিল্লার দেবিদ্বারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঘরবন্দী, পানিবন্দি মানুষের মাঝে কিছু হাদিয়া ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২২ আগস্ট) বেলা ১২টা থেকে উপজেলার পৌর সদরের গোমতী নদীর বেরিবাঁধের উপরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মু.আব্দুল মতিন, উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার,উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি, এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, উঃজেলা সহ: সেক্রেটারি মুফতি,মাওলানা আমিনুল ইসলাম,দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মু.শহিদুল ইসলাম, দেবিদ্বার পৌর শাখার জামায়াতের আমীর মু.ফেরদাউস আহমেদ,পৌর সেক্রেটারি কারী মু.ওয়ালিউল্লাহ,সহ:সেক্রেটারি মু.জাকির হোসেন, গুনাইঘর ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন পাঠান, হামলাবাড়ি ওয়ার্ড সভাপতি ক্বারী মাওলানা মু. রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের উওর জেলা সভাপতি মু.আব্দুল আলীম, সাবেক জেলা সভাপতি শরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার যুগ্ন সমন্বয়ক সাকিব হাসানসহ সাবেক শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন বলেন, আমরা জেনেছি আপনারা অনেক কষ্টে আছেন, আপনাদের কষ্টে অংশগ্রহণ করতে এসেছি। আমরা আপনাদের দুঃখে দুঃখী। তাই বন্যা কবলিত মানুষদের কে সামান্য হাদিয়া দিতে এসেছি আপনারা দয়া করে গ্রহণ করবেন। আপনারা জানেন আমাদের আমিরে জামায়াত ড.শফিকুর রহমান এখন ফেনীতে বন্যা কবলিত মানুষের পাশে আছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। ঘরে ঘরে পানি বন্দি মানুষের খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। মানুষের পাশাপাশি গবাদি পশুর জীবন ও বিপন্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি, আপনারা দোয়া করবেন আমরা যেন আরো বেশি বেশি সহযোগিতা আপনাদের কে করতে পারি।
পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় ও খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে ইনশাআল্লাহ।