মোঃ কবির হোসেন,
কুমিল্লা(দেবিদ্বার) প্রতিনিধি : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, গত ১০ বছর যারা অসহায়, লাঞ্চিত হয়েছেন আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি। দেবিদ্বারে এতদিন দুঃশাসন চলছিলো। এই দুঃশাসন বন্ধ করে দেবিদ্বারে আবারও শান্তি ফিরিয়ে আনা হবে। আমি বিশ্বাস করি, আমাকে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন আমি তাদের প্রতিটি ভোটের সমমর্যাদা দেবো। দেবিদ্বারে আর কাউকে অন্যায় অত্যাচার করতে দেওয়া হবে না। আমি পরিকল্পনা করছি, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে দেবিদ্বারের উন্নয়নে কাজ করবো। আমি রাজনীতি শুরু করেছি আমার উপজেলার খেঁটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করার জন্য। আমি এই জনপদের প্রতিটি গ্রাম ঘুরেছি, দেখেছি রাস্তাঘাট নিয়ে মানুষের কত কষ্ট, দুদুর্শা! কথা দিচ্ছি, এই কষ্ট আর থাকবে না।
শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) বিকালে ভানী ইউনিয়নের সর্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক রাজকীয় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে ফুলে ফুলে শুভেচ্ছা জানান।
ভানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ হাজী জালাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আবুল কালাম আজাদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবিদ্বার সম্পর্কে খোঁজ খবর রাখেন, দেবিদ্বার উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করতে নেত্রী আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আপনারা জানেন, ইতোমধ্যে গোমতী নদীর মাটি কাটা ও সিএনজি অটোরিক্সা থেকে জিবির নামে চাঁদা বন্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে দেবিদ্বার থেকে সব অন্যায় অপরাধ দুর করা হবে। বক্তব্যে তিনি আরও বলেন, এই ভানী ইউনিয়নের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, আমি তাদের সকল প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার,
শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাদাৎ হোসেন শিমুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন ভূইয়া মানিক, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, রাজামেহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, ইউছুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকারিয়া ম্যানেজার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি।
বিশিষ্ট টিভি উপস্থাপিকা তাবাসসুম প্রিয়াঙ্কা ও উপজেলা ছাত্রলীগে যুগ্ম- আহবায়ক ইমরান আরেফিন ইমু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আবদুল্লাহ্ আল কাইয়ুম, উত্তর জেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ খান, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া টিটু ,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম খায়ের, ভাণী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আলী আশ্রাফ মেম্বার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক আহবায়ক মোঃ আবু হানিফ, ভাণী ইউনিয়ন ছাত্র লীগের বর্তমান আহবায়ক মোঃ সাদেকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ি মোঃ কালাম ফরাজি ও মারুফ ফরাজি, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুছা ভূঁইয়া সহ আরো অনেকে।
সংবর্ধনা শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।