১৫ জানুয়ারি, রাত ৮ টায় সায়েন্স বী’র ওয়েবসাইটে কমিকটি প্রথম পাবলিশ করা
হয়। এই সময়ের মধ্যেই ৪০,০০০ এরও বেশি বার ডাউনলোড করা হয়েছে কমিক বুকটি। ওয়েবসাইটে ডাউনলোড করার পাশাপাশি রিভিউ দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে৷ যেখানে ইতোমধ্যে ৩০০ এরও বেশি রিভিও এসেছে। যার মধ্যে অধিকাংশই পজিটিভ। এবং তারা দ্বিতীয় পর্বের জন্য অধির আগ্রহ প্রকাশ করেছে। ফেসবুকেও কমিকটি দারুণ সারা ফেলেছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত বাংলাদেশের প্রথম কমিক বুকটি তৈরি করা হয়েছে ChatGpt এবং Midjourney Ai নামক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রোগ্রাম দ্বারা। যেখানে কমিকের স্ক্রিপ্ট,চরিত্র, ন্যারেশন এবং ইলাস্ট্রেশন বা ছবিগুলোর সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি। কমিক বুকটি তৈরির সার্বিক ব্যবস্থাপণায় ছিল সায়েন্স বী’র কনটেন্ট প্রডাকশন হেড অন্বয় দেবনাথ।