জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি, কুষ্টিয়া-২ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য, সাবেক তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এক শোকবার্তায় দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নাসির শিল্প গ্রুপের কর্ণধার কুষ্টিয়ার কৃতিসন্তান নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন, নাসির শিল্প গ্রুপের কর্মকর্তা-কর্মী, কুষ্টিয়াবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, শিল্প উদ্যোক্তা নাসির উদ্দিন বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, নাসির উদ্দিন বিশ্বাস তার উদ্যোগ ও বিনিয়োগের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি ও উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আন্তর্জাতিক বাজারে তার বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদিত পন্য বাজারজাত করে’মেইড ইন বাংলাদেশ’ ব্যান্ডকে পরিচিত করে বাংলাদেশের জন্য সম্মান বহন করে এনেছেন। তিনি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা করার পাশাপাশি নিজের এলাকা কুষ্টিয়ার দৌলতপুরে আধুনিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপনের মধ্য দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্যও প্রচেষ্টা চালিয়েছেন। জনাব ইনু বলেন, প্রয়াত নাসির উদ্দিন বিশ্বাস একাধারে একজন আধুনিক শিল্প উদ্যোক্তা, দেশপ্রেমি,ক জনদরদী, শিক্ষানুরাগী, ভাল মানুষ ছিলেন।