মোঃ রাজন আহম্মেদ,ধামরাই প্রতিনিধি
সারা দেশের ন্যায় ঢাকা জেলার ধামরাই উপজেলায় ২০২৪ সালের প্রথম দিনেই আনন্দ উৎসবমুখর পরিবেশে ধামরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। আজকের এই বই বিতরণের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ সোমবার (১ জানুয়ারি) পৌর শহরের পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বই বিতরণ উৎসব” অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা।
রেওয়াজ অনুযায়ী রবিবার (৩১ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এর পরে ০১ জানুয়ারি সারা দেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য প্রাক -প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মাঝে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ টি বই বিনামূল্যে দিয়েছে।