নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা নিয়ামতপুর থেকে একটি প্রশিক্ষণে অংশ নিতে নওগাঁ শহরের নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন।
নিহতের মধ্যে চারজনই শিক্ষক। তারা হলেন, নিয়ামতপুর উপজেলার বিজলী গ্রামের মকবুল হোসেন (৫৬) বাদ নেহেন্দা গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), ভাদরন্ড গ্রামের জান্নাতুল (৩৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. লেলিন (২৫)। এছাড়া নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের অটোরিকশাচালক সেলিমও (৪৫) নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ শহরের দিকে আসছিল। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তারা আটোরিক্সার যাত্রী ছিলেন।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ট্রাক, ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জন গুরুত্বর আহত হয়েছে তাকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।