ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ শুরু করেছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতা।
নগদ সেবাকেন্দ্রে এসে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে থাকছে নিশ্চিত উপহার। সঙ্গে থাকছে একাধিক র্স্মাট টেলিভিশন জেতার সুযোগ।
অংশগ্রহণের জন্য সারাদেশে নগদের ৪৬টি সেবা কেন্দ্রের যে কোনো একটিতে গিয়ে নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে হবে। গ্রাহক ২ হাজার ২২ টাকা ক্যাশ ইন করলে তাৎক্ষণকি উপহার হিসেবে পাবেন একটি চাবির রিং ও মগ। ৫০০ টাকা ক্যাশ ইন করলে পাচ্ছেন একটি চবির রিং। এই দুটি অফার নিলেই পাচ্ছেন কুইজ কার্ড।
এই কুইজ কার্ডে প্রতিযোগীরা নিজেদের নাম, নগদ অ্যাকাউন্ট নম্বর ও সঠিক উত্তর লিখে জমা দেবেন। প্রতিযোগিতা শেষে ৩ জন বিজয়ীকে বাছাই করা হবে।
প্রথম বিজয়ী পাবেন একটি ৪৩ ইঞ্চি র্স্মাট টিভি। দ্বিতীয় বিজয়ী পাবেন একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি। তৃতীয় বিজয়ী পাবেন একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।
২৭ নভেম্বর শুরু হয়েছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতা, যা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। একজন নগদ গ্রাহক একবারই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা র্পযন্ত ক্যাশ ইন করে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।