শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : একুশে পদক প্রাপ্ত বাংলাদেশে সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র নবীনগর উপজেলা শাখার ৬ষ্ঠ সম্মেলন জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, বক্তব্য, আবৃত্তি, গণসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে রবিবার(১৫ মে) বিকেল চারটায় আয়োজিত ষষ্ঠ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদীচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান।
উদীচী শিল্পীগোষ্ঠী নবীনগর উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় এবং উপজেলা উদীচীর সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
এ সময় বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোঃ ইহসাক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম শাওন, নবীনগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ডাঃ আব্দুল মালেক, নবীনগর উদীচী’র সহ-সভাপতি রকিব উদ্দিন প্রমুখ।
পরে নবীনগর উদীচীর সদস্যদের অংশ গ্রহণে উদীচী শিল্পীগোষ্ঠীর গণসঙ্গীত, একক ও দলীয় সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে ষষ্ঠ সম্মেলনের সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সভাপতিত্বে, উদীচী নবীনগর শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে, সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক আজহারুল হককে সভাপতি এবং সাংবাদিক সঞ্জয় সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।