শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরের আমেনা মহিলা মাদ্রাসা ও ইচ্ছাময়ী গার্লস স্কুলের আশেপাশের চলার পথে ছাত্রীদের উত্যক্তকারী ৪ বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার(৩০ জুন) সকালে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইনের নেতৃত্বে একদল আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান পরিচালনা করেন
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, নবীনগর আমেনা মহিলা মাদ্রাসা ও ইচ্ছাময়ী গার্লস স্কুলের এর আশেপাশের চলার পথে ছাত্রীদের উত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চার জন বখাটে-কে আটক করে কারাদণ্ড প্রদানসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। মাদক, ইভটিজিংসহ যে কোন ধরনের সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের ঘটনা দেখলে নবীনগর উপজেলার ইউএনও, এসিল্যাণ্ড, ওসির সংশ্লিষ্ট নম্বরে ফোন দিয়ে অবহিত করার জন্যও আহ্বান জানান ইউএনও একরামুল ছিদ্দিক।