শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বন্যা মোকাবিলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বন্যা মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, পিআইও প্রকৌশলী মিজানুর রহমান, নবীনগর থানার ওসি (তদন্ত) নূরে আলম, পাঁচ ইউনিয়ন চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ, হেলাল উদ্দিন, নুরে আলম, মোঃ দস্তুগীর মেহেদী, আমজাদ হোসেন আশরাফী, উপজেলা দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, সাংবাদিক সঞ্জয় সাহা, জালাল উদ্দীন মনির সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তাগণ বন্যা মোকাবিলায় সাপের কাটা টিকা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন,ওষুধ, পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, দুর্গত এলাকায় দ্রুত যাতায়াতের জন্য নৌকা ও স্পিডবোট ইত্যাদির ব্যবস্থা রাখার উপর গুরুত্বারোপ করেন। নবীনগর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় ৬৬ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান কর্মকর্তাগণ।