শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সিএনজির সিট কভার থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা কসবা পৌরসভার শাহপুর গ্রামের সৌদাগর মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া (৩১) এবং কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ উদ্দিন (৩৫)।
জানা যায়, সোমবার (২ ডিসেম্বর) সকালে সিএনজি করে বাঙ্গরা বাজার দিয়ে নবীনগরে আসার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে বাঙ্গরা বাজারের লাইনম্যান মোঃ মিজান স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয় লোকজনকে অবগত করলে, তাদের সহায়তায় নবীনগর থানা পুলিশ গাঁজাসহ ইসমাইল মিয়া ও শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ৩ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল এবং ১টি সিএনজি উদ্ধার করা হয়।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সহায়তায় আনুমানিক ২০ কেজি গাঁজা সহ আমরা তাদের আটক করেছি। তাদের মাদক আইনে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হবে।