জেলা প্রতিনিধিঃ নরসিংদী।
“মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন”
আজ ১৫ জুন ২০২২ মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়নে (খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া) ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় সম্মানিত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং কেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারগণের সাথে কথা বলেন। তিনি স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে ধৈর্য্যসহকারে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।