কিছুদিন আগেই ‘এমন একটা তুমি চাই’ শিরোনামে নতুন একটা নাটকের শুটিং শেষ করেছেন সাদিয়া আয়মান। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব। এর আগে এই অভিনেতার সঙ্গে ‘ফুলের নামে নাম’ দিয়ে দর্শকমহলে তুমুল পরিচিত পান সাদিয়া। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ নাটকটিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর চতুর্থবারের মতো একসঙ্গে জুটি বাঁধেন তারা।
সাদিয়া আয়মান বলেন, ‘‘ফুলের নামে নাম’ কাজটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এটি দিয়েই আমি দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। এরপর তৌসিফ ভাইয়ার সঙ্গে আরও দুটি কাজ করা হয়। এবার আরেকটা করলাম। এই গল্পটাও বেশ সুন্দর। দর্শকদের ভালো লাগবে আমার বিশ্বাস।’
গেল ঈদে প্রায় ডজনখানেক নাটকে দেখা গেছে সাদিয়াকে। এরমধ্যে ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘স্বপ্নভুক’, ‘প্রিয় লাইলী’, ‘সুখ অসুখ’ নাটকগুলোতে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তবে ‘আজ আকাশে চাঁদ নেই’ নাটকটির জন্য সর্বমহলের ভূয়সী প্রশংসা পেয়েছেন বলে জানান তিনি। অনেক নির্মাতা এবং সহশিল্পী তার অভিনয়ে সাধুবাদ জানিয়েছেন।
সাদিয়া জানান, এরমধ্যে বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তার কাছে যেগুলোর কিছু নাটক এবং কিছু ওটিটির প্রজেক্ট। এর বাইরে সিনেমার প্রস্তাবও পাচ্ছেন নিয়মিত। তার মনও সায় দিচ্ছে বড় পর্দায় কাজ করতে।
সিনেমা প্রসঙ্গে ‘ফুলের নামে নাম’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি। এরমধ্যে কয়েকজনের সঙ্গে আলোচনা হয়েছে তবে চূড়ান্ত পর্যায়ে বলার মতো এখনো কিছু হয়নি। সবারই কিন্তু ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার। সেটা আমারও। একটা কাজ তো করেছি এরমধ্যে। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ যেটা খুব শিগগিরই মুক্তি পাবে।’
তিনি আরও বলেন, ‘এমনিতেও এখন নাটক খুব বেশি করছি না। বেছে বেছে কিছু ভালো গল্পের কাজগুলো করছি। এখন নাটকের চেয়ে সিনেমার জন্য মন সায় দিচ্ছে অর্থাৎ টানছে বেশি এবং এটা খুব স্বাভাবিক। কারণ, একটা সিনেমাতে কাজ করেছি। কাজ করতে গিয়ে বুঝেছি, সিনেমা আসলেই আলাদা এবং অন্যরকম। এখানে ফ্রেমিং আলাদা, ডায়লগ ডেলিভারি দেওয়ার ধরণও আলাদা, ল্যাঙ্গুয়েজই আলাদা। এখানে কাজ করার মজাই অন্যরকম। সত্যি বলতে সিনেমার জেস্টারই একদম আলাদা। সামনে হয়তো সুখবর আসতেও পারে।’