শেখ রাসেলর ছবি অঙ্কন, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন।
বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে চারুকলা বিভাগের শিক্ষক প্রদীপ সাহার রংতুলিতে শেখ রাসেলের প্রতিকৃতি অঙ্কণ শুরু হয়। বেলা সাড়ে ১১ টায় অঙ্কণ শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ এবং প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে কৃষি বিভাগের উদ্যোগে এগ্রোনমি হর্টিকালচার সেন্টারে বৃক্ষ রোপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার মহোদয়। পরে ক্যাম্পাসের মূল মঞ্চে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রভাষক নুরুল ইসলাম।