রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলার ৩ নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদ সচিব জয় চাকমা(৩৫) আজ সন্ধ্যায় নিজ বাড়ি বুড়িঘাটে বজ্রপাতে নিহত হয়েছে।
শুক্রবার ( ১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়াচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুজন হালদার। তিনি আরও জানান, জয়ের অবস্থা খারাপ থাকায় তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে নানিয়াচর উপজেলায় নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান মৃত্যু বিষয়টি শুনে খুবই দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।