Imam Hossain
বর্তমান সময়ে নারীর জয়গান দিকে দিকে। প্রতিটি ক্ষেত্রে রয়েছে নারীদের অংশগ্রহণ, সুনিপুণ নেতৃত্ব এবং এগিয়ে চলার স্পৃহা। তেমনই একজন প্রেরণাময়ী নারী হলেন রাইসা মেহজাবীন। তিনি একাধারে ব্লগার, আর্টিকেল রাইটার, ট্রেইনার, প্রোগ্রাম অর্গানাইজার ও একজন উদ্দীপ্ত তরুণী যিনি এগিয়ে যাচ্ছেন বিভিন্ন সামাজিক সমস্যা নিরসণ, সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব তৈরি করার লক্ষ্য নিয়ে।
রাইসা মেহজাবীন জন্মগ্রহণ করেন খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। শৈশবের কিছুকাল সেখানে কাটলেও পড়াশোনা এবং বেড়ে ওঠা ঢাকাতেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন ছোট থেকেই। সহশিক্ষা ও সামাজিক কাজের হাতেখড়ি হয় স্কাউটিং এর মাধ্যমে। এরপর যুব রেড ক্রিসেন্ট’ এর সাথেও যুক্ত ছিলেন বহুদিন। অপরের জন্য নিজেকে উৎসর্গ করার মতো মহৎ গুণাবলি লক্ষ্য করা যেতো খুব ছোট্ট থেকেই। তিনি বর্তমানে পড়াশোনা করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (ভূতপূর্ব কলেজ অব হোম ইকোনোমিক্স) এর খাদ্য ও পুষ্টি বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবনে এসে নতুন ভাবে শুরু হয় তার একজন চেঞ্জ মেকার হয়ে ওঠার গল্পের।
বিশ্ববিদ্যালয় জীবনে এসে তিনি শুরু করেন লেখালেখি। সামাজিক সচেতনতা, খাদ্য ও পুষ্টি, বিভিন্ন রোগ ও তার প্রাকৃতিক নিরাময় সহ বিভিন্ন তথ্যপূর্ণ লেখা ফুটে উঠে তার লিখায়। ২০২০ সালের আগস্ট মাসে তিনি একজন কন্টেন্ট রাইটার হিসেবে যুক্ত হোন “নিউট্রিশন বি” নামক পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতামূলক সংস্থায়। লেখালেখির পাশাপাশি প্রোগ্রাম অর্গানাইজার এবং হোস্ট হিসেবে যথেষ্ট দক্ষতা তার। বিভিন্ন সচেতনতাবিষয়ক প্রামাণ্যচিত্র তৈরিতে’ ও আছে বিশেষ জ্ঞান তার। চেঞ্জ মেকার হওয়ার তাগিদে ২০২১ সালের এপ্রিল মাসে ইন্টারন্যাশনার ইয়ুথ চেঞ্জ মেকার’ এ তিনি যুক্ত হন একজন ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে। কাজের প্রতি নিষ্ঠা এবং শ্রদ্ধা দেখা যায় লক্ষণীয় ভাবে,বিভিন্ন লেখালেখির কাজও করতে থাকেন তিনি। কাজেই দায়িত্বের স্তর বৃদ্ধি পেতে থাকে খুব দ্রুত। পরবর্তীতে তিনি সেখানে ফরেস্ট্রি প্রজেক্ট লিডার হিসেবে যুক্ত হন এবং দায়িত্ব পালন করেন।
সেই সময় তার জীবনে এক বিশেষ পরিচ্ছেদ আসে। আন্তর্জাতিক সংগঠন Youth Parlament – SDG-16 international event on Youth Leadership Against Confrontation with D-8 Youth Conference 2021 এ D-8 ভুক্ত ৮টি দেশের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। এই অর্জন তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে ইয়ুথ পার্লামেন্ট অ্যাসেম্বলিতে বেস্ট ইয়ুথ স্পিকার অ্যাওয়ার্ড ২০২২। ঠিক পরের বছর অর্থাৎ ২০২৩ সালে ইয়ুথ পার্লামেন্ট এর পক্ষ থেকে Youth Parliament Award ফর Best Leadership 2023 লাভ করেন। বর্তমানে তিনি ইয়ুথ পার্লামেন্ট এ ফেলোশিপ সেক্রেটারি হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও বর্তমানে প্রায় ২৫ টি অর্গানাইজেশন এ বিভিন্ন রকম দায়িত্ব পালন করে যাচ্ছেন।
লার্ণ অ্যান্ড গ্রো নামক এডুকেশন প্ল্যাটফর্ম এ তিনি ডেপুটি চিফ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, নিউট্রিশনাল রিসার্চ, গ্রাফিক্স ডিজাইনিং , শিক্ষার্থীদের ট্রেইনিং প্রদান – কোন না বিষয়ে পারদর্শী তিনি! প্রতিটি ক্ষেত্রেই তিনি অনন্যা!
নেতৃত্ব গুণাবলি বিকশিত করার পাশাপাশি রাইসা মেহজাবীন লেখালেখি চালিয়ে গেছেন প্রতিনিয়ত। তার অনুসন্ধানী এবং তথ্যবহুল লেখনী গুলো প্রকাশ পায় আন্তর্জাতিক নিউজ মাধ্যম Blitz-এ,যা প্রচুর প্রশংসা অর্জন করে। তিনি বর্তমানে প্রায় ১৫ টি দৈনিক সংবাদপত্র ও নিউজ ম্যাগাজিন এ নিয়মিত লেখালেখি করছেন।
রাইসা মেহজাবীন বর্তমানে চেষ্টা করছেন জনসাধারণের মধ্যে খাদ্য ও তার পুষ্টিগুণ নিয়ে সচেতনতা তৈরি করতে। যুক্ত হয়েছেন ‘নিউট্রিশন ফর চেঞ্জ’ নামক অনলাইন প্লাটফর্ম এর সাথে। এর মাধ্যমে ক্যামিকেল মেডিসিন গ্রহণ করার পরিবর্তে প্রতিটি খাদ্য দ্রব্যের ঔষধিগুণ সম্পর্কে জানবে এবং সকলে এই দিকে আগ্রহী হবে। তিনি স্বপ্ন দেখেন অপুষ্টির করাল থাবা থেকে মুক্ত একটি সুস্থ্য পৃথিবীর।
রাইসা মেহজাবীন স্বপ্ন দেখেন একটু সুন্দর বাংলাদেশের, যেখানে প্রতিটি মানুষ হবে এক একটি সু-পরির্তনের পথ প্রদর্শক। দারিদ্রতা মুক্ত, শিক্ষার আলোয় প্রস্ফুটিত সুস্থ্য একটি জীবন যেন প্রতিটি নাগরিক উপভোগ করতে পারে, সেটিই তার লক্ষ্য। আর এই লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন প্রতিদিন, তার নিজস্ব পন্থায়।