উচ্চ আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটি প্রতীক পেয়েছে আপেল।
নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার (৮ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং এ বিষয়ে আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বিধান অনুযায়ী ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৪৬।