বান্দরবান বিশেষ প্রতিনিধি:
বান্দরবান জেলা আইন সমিতির নিবন্ধিত এডভোকেটস ক্লার্ক না হয়ে আদালত প্রাঙ্গণে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাহা The Bangladesh legal practitionaners Ruls, ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদ সুস্পষ্ট লঙ্ঘন এবং এই ধরনের কার্যকলাপের জন্য ৬মাস কারাদন্ডের বিধান রহিয়াছে। সমিতির নিবন্ধিত এডভোকেটস্ ক্লার্ক না হয়ে যারা কার্ডবিহীন আদালত প্রাঙ্গণে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা হলেন, যথাক্রমে থুইসাচিং মারমা, মোঃ সুমন, আশরাফ হোসেন আশু, অপু, সুমন মারমা, অপু সই, ক্যছিং চাক,মো: ফেরদৌস হোসেন। এডভোকেট ক্লার্ক আবেদন পত্র বান্দরবান জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে যাদের ক্লার্ক আবেদন বাতিল করা হয়েছে তারা হলেন- মো: ফোরকান, জান্নাতুল ফেরদৌস (প্রকাশ রুপালী), মোঃ মনির। এমতাবস্থায় নোটিশ জারী হতে তাদেরকে বান্দরবান পার্বত্য জেলার আদালত প্রাঙ্গণে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বান্দরবান জেলা আইনজীবী সমিতির পক্ষ হইতে নির্দেশ প্রদান করা হয়।