Tuesday , 21 May 2024
শিরোনাম

নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন! দেবিদ্বারে নৌকা ও ঈগল প্রতীকের দুই সমর্থককে ১ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এক সমর্থককে ৫০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এক সমর্থককে ৫০ হাজার সহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১২ টার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম এই জরিমানা করেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার উজানি কান্দি ( বল্লভপুর) বাজারে নৌকা সমর্থক সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম খান ও ঈগল মার্কার সমর্থক সাইফুল ইসলাম বেপারীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল হালিম সরকার এসে সাইফুল বেপারীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। এই খবর পেয়ে রাত ১০ টার দিকে উভয় পক্ষের নেতা-কর্মী সমর্থকরা বল্লভপুর বাজারে আসতে থাকলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল পুলিশ এসে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনার বিস্তারিত জেনে “সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রচার আচরণ বিধি ২০০৮ এর ১১(ক)/১৮” অনুযায়ী উপরোক্ত দুই পক্ষের দুই সমর্থকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য যে, শুক্রবার রাত ৮ টায় বল্লভপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী উঠান বৈঠকের কথা রয়েছে। এ উপলক্ষে পূর্ববাজারে স্টেজ প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে।

Check Also

দ্বিতীয় ধাপের ২৪ উপজেলায় ভোট হবে ইভিএমে

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সারা দেশের ১৫৭টি উপজেলায় সকাল ৮টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x