নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না করায় এক ভাইস-চেয়ারম্যান প্রার্থীর খিচুড়ি জব্দ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
১৯ মে (রবিবার) দুপুরে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের পৌলী গ্রামে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়।
জানা যায়, ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তোতার সমর্থনে রবিবার দুপুরে বাজারের পাশে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত জনতার জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় কয়েক পাতিল খিচুড়ি জব্দ করে তা বিভ্ন্নি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি শিশু পরিবার এবং এতিম খানায় বিতরণ কারার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে সমাবেশের জন্য খোলা স্থানে খিচুড়ি রান্না হয়েছিল। পরে জব্দ করা খিচুড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।