রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে রাশিয়া আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।
ইউক্রেনে হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান’ উল্লেখ করে পুতিন বলেন, সাময়িক অর্থনৈতিক অর্জনের জন্য সার্বভৌমত্বকে নিয়ে আপোশ করার মতো দেশ রাশিয়া নয়।
বৃহস্পতিবার রুশ সরকারের একটি বৈঠকে পুতিন এসব কথা বলেন। কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে পুতিন বলেন, ‘এসব নিষেধাজ্ঞা যে কোনো ভাবেই আরোপ করা হতো।’
তিনি বলেন, ‘প্রশ্ন আছে, সমস্যা এবং জটিলতাও আছে; কিন্তু অতীতে আমরা এগুলো অতিক্রম করতে পেরেছি এবং আমরা এখনও এগুলো অতিক্রম করে যাবো।’
ইউক্রেনে আগ্রাসন চালানোর দুই সপ্তাহ পূর্ণ হওয়া উপলক্ষ্যে টেলিভিশনে সরাসরি প্রচারিত এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সবশেষে এ সবকিছু আমাদের স্বাধীনতা, স্বনির্ভরতা ও আমাদের সার্বভৌমত্বকে বাড়াবে।’
ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে। পাঁচ হাজারের বেশি নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে পড়া দেশ এখন রাশিয়া।