Saturday , 18 May 2024
শিরোনাম

নেত্রকোণা ও কিশোরগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন রাউজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম

সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের পর এবার নেত্রকোণা ও কিশোরগঞ্জের বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ আজ ২৯ জুন বুধবার নেত্রকোণার সদর এলাকা ও সিধলি ইউনিয়নের বন্যার্ত মানুষের মধ্যে একজনকে একটি ঘর নির্মাণের জন্য নগদ টাকা প্রদানের পাশাপাশি সেখানকার ৫০০ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। কিশোরগঞ্জের নিকলি, ইটনা, মিঠামইন সহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ফারাজ করিম চৌধুরী৷ উল্লেখ্য, বন্যা পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজারের অধিক পরিবারের জন্য ত্রাণ সরবরাহ, ৫০০ পরিবারকে ঘর নির্মাণ ও ১০০ গরু দিয়ে কোরবানির উদ্যোগ গ্রহণ করেছেন ফারাজ করিম চৌধুরী।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x