পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন নজরুল ইসলাম আজাদ
সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরলেন নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
তিনি চলতি মাসের …..জানুয়ারি পবিত্র ওমরাহ’র উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন এবং উমরাহ শেষে …. জানুয়ারি দেশের মাটিতে ফিরে আসেন।
জানা যায়,পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি ওমরাহ পালনসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।একই সঙ্গে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া করেন।
এর আগে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ উমরাহ পালনে সৌদি আরবে পৌঁছালে সৌদি আরব প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করেন। ওমরাহ পালন শেষে নজরুল ইসলাম আজাদ সৌদি আরবে থাকা বাংলাদেশী প্রবাসীদের সাথে মতবিনিময়,সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময়ও করেন। উল্লেখ্য যে,এই উমরাহ সফরে নজরুল ইসলাম আজাদের সাথে ছিলেন সৌদি আরব প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলামিন শিকদার,সদস্যসচিব শহিদুল ইসলাম,ফজলুল হক,গাজী আল-আমিন,লিয়াকত শিকদার,সাইফুল ইসলাম উজ্জ্বল,খোকন মাসুদ,আলী হাসান,মোজাম্মেল হক ও আলমগীর।

নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে আড়াইহাজার উপজেলায় তৃণমূল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে তার ওমরাহ পালনকে অনেকেই আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত কামনার অংশ হিসেবে দেখছেন।
























