জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট শিক্ষার্থীদের দাবির মুখে খুলে ফেলা হয়েছে। জানা যায় আজ বৃহস্পতিবার বিকেলে নেমপ্লেটটি খুলতে বাধ্য হয় জবি প্রশাসন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত ৮টা থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। যা চলে বৃহস্পতিবার সারাদিন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাত থেকেই জবির একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানাতে থাকেন। পরবর্তীতে দুপুর ১টায় হলের নেমপ্লেট ভাঙার ঘোষণা দিলেও প্রশাসন হলের নাম পরিবর্তনের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
এ বিষয়ে হলের নাম পরিবর্তনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ৫ আগস্টের পর আমি যখন হলের প্রভোস্ট হই সে সময় শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি জানিয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগেও লিখিত আকারে নাম পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে তারা। এরই প্রেক্ষিতে উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ছাত্রীরাও বেশ কয়েকটি নাম প্রস্তাব করেছে, সে নামগুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, কমিটি নাম প্রস্তাব করার পর দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করে ছাত্রী হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।