পাংশায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
জবাড়ীর পাংশায় পাট্রা ইউনিয়নের বয়রাট চার রাস্তার মোড়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাট্রা ইউনিয়ন শাখা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া টিম সদস্য ও জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা ফোরামের সাংগঠনিক সম্পাদক এ এস এম রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো:সুলতান মাহমুদ, নায়েবে আমীর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, উপজেলা সাংগঠনিক সেক্রেটারী হাফেজ জাহিদুর রহমান,উপজেলা বায়তুল মাল সম্পাদক রেজাউল আলম, শরিষা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আলতাফ হোসেন,পাট্রা ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মো:আবু ইউসুফসহ প্রমুখ । ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জামায়াত নেতা আবদুল্লাহ আল মারুফ এবং সঞ্চালনা করেন পাট্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: শরিফুল ইসলাম ।এই মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় তিনজন চিকিৎসক—রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। তারা রোগীদের ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ করাসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।আয়োজকরা জানান, বর্তমান সময়ে স্বাস্থ্যসেবা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। এমন উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান।