পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সৌদি আরব সফরে যান জেনারেল সাইদ আসিম মুনির। সফরে গিয়ে ওমরাহ পালন করেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্ট্রাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি সেনাপ্রধানের জন্য পবিত্র কাবাঘরের দরজা খুলে দেয়া হয়। এসময় পবিত্র কাবাঘরের ভেতর নামাজ আদায় করেন কুরআনে হাফিজ জেনারেল মুনির।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আতিথেয়তার নিদর্শন হিসেবে পাকিস্তানি সেনাপ্রধানের জন্য পবিত্র কাবাঘরের দরজা খুলে দেয়া হয়।
আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, মসজিদে নববীতে গিয়েছেন জেনারেল মুনির। এসময় সৌদির নিরাপত্তা কর্মকর্তারা তাকে সঙ্গ দিচ্ছেন।
গত নভেম্বরে জেনারেল মুনির পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরই পূর্বসূরিদের মতোই দেশটির অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক মিত্র সোদি আরব সফরে যান। এছাড়া এক সপ্তাহের এ সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।